INFO:
Porn - A Modern Day Drug | পর্নোগ্রাফি-মানবতা বিধ্বংসী নীরব এক ঘাতক | Full Podcast অশ্লীলতার নীল সাগরে তলিয়ে যাওয়া বন্ধু আমার… পর্ন হলো এমন এক গুপ্ত...
Porn - A Modern Day Drug | পর্নোগ্রাফি-মানবতা বিধ্বংসী নীরব এক ঘাতক | Full Podcastঅশ্লীলতার নীল সাগরে তলিয়ে যাওয়া বন্ধু আমার…পর্ন হলো এমন এক গুপ্ত ঘাতক যা তোমার অগোচরে তোমার দরজায় কড়া নাড়ে। তোমার কাছে এটি খুব সুন্দর লাস্যময়ী রুপে উপস্থিত হয়। যার মুখোশের অন্তরালে রয়েছে বিষাক্ত এক চেহারা। যা তুমি তার চেহারায় অবাক তাকিয়ে অনুধাবন করতে পারো না। কিন্তু এটি তার মুখোশের অন্তরালে তোমাকে কুঁড়ে কুঁড়ে খেতে থাকে। আচ্ছা ঘুন পোকা দেখেছো? জানো এই পোকা কি করে? ঘুন পোকা একটি ভালো কাঠকে ধীরে ধীরে ভেতর থেকে ফাঁপা করে ফেলে যা কাঠের বাহির থেকে দেখা যায় না এবং বুঝা যায় না। যখন সে খাওয়া শেষ করে তারপর সেই কাঠ অনায়াসে ভেঙ্গে পরে।  পর্ন হলো ঠিক এই ঘুন পোকার মতো। যা তোমাকে ভেতর থেকে শেষ করে ফেলে কিন্তু বাহ্যিক দৃষ্টিতে সেটা দেখা যায় না। কিন্তু বয়সের একটা পর্যায়ে গিয়ে তুমি বুঝতে পারবে তুমি তোমার শরীর আর মনের কত বড় ক্ষতি করেছো। যখন তোমার যৌন ক্ষমতা হ্রাস পাবে তখন তুমি আকুতি করতে থাকবে কিন্তু তা আর ফিরে পাবে না, যদি না তোমার রব চায়। যখন দাম্পত্য জীবনে জড়াবে আর নিজের স্ত্রীর সাথে তোমার মিল হবেনা তখন বুঝতে পারবে তুমি নিজের কি ক্ষতি করেছো। পর্ন ড্রাগের থেকেও ভয়ানক। তাই হে প্রিয় বন্ধু আমার,  এখনই সময় এক নতুন দিগন্তে পা বাড়ানোর। নিজের জীবনকে সুন্দরভাবে সাজানোর। | Islam Zone